জলপাইগুড়ি : মালবাজার : ৩০শে জানুয়ারি, বৃহস্পতিবার : প্রতিদিন বহু মানুষ বনাঞ্চলে ঘুরতে আসে। পর্যটক থেকে সাধারণ মানুষ সবার আজকাল অভ্যাস হয়ে দাড়িয়েছে যে ঘুরতে গেলে ব্যাগে প্যাকেটজাত মুখোরোচক খাবার রাখবে। বনাঞ্চলের ভিতরে এদিক ওদিক ঘুরে সেই খাবার খায়। আর খাওয়ার পর প্লাস্টিকের প্যাকেট জঙ্গলের এদিক ওদিক ফেলে দিয়ে চলে যায়।
এইরকম ভাবে গরুমারা বনাঞ্চলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া জাতীয় সরকের দুধারে পড়ে ছিল প্রচুর প্লাস্টিকের প্যাকেট ও অন্যান্য আবর্জনা। বৃহস্পতিবার সেই আবর্জনা সাফাই করল চালসা ও ময়নাগুড়ির দুই স্বেচ্ছাসেবী সংস্থা। এদিন সকাল বেলা চালসার পরিবেশ প্রেমী চালসা ন্যাচার স্টাডি এন্ড এডভেঞ্চার সোসাইটির মানবেন্দ্র দে সরকার ও ময়নাগুড়ির রোড পরিবেশ প্রেমী সংস্থার নন্দু রায়ের নেতৃত্বে কয়েক পরিবেশ প্রেমী যুবক বড়দীঘি চাবাগানের কাছে গরুমারা বনাঞ্চলের প্রবেশ পথ থেকে লাটাগুড়ি প্রকৃতি বিক্ষন কেন্দ্র পর্যন্ত রাস্তার দুধারে পড়ে থাকা আবর্জনা সাফাই করে বস্তা বন্ধি করেন। এদিন এই জঞ্জালের মধ্যে প্লাস্টিকের প্যাকেট যেমন ছিল তেমনি ছিল মদের বোতল ও জলের বোতল। পরিবেশ প্রেমী মানবেন্দ্র বাবু জানান, তাদের সাথে বনকর্মীরাও ছিল। সংগ্রীহিত আবর্জনা কোন খালি জায়গায় গর্ত খুড়ে সেখানে ফেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। এভাবে বনাঞ্চলে প্লাস্টিকের পাকেট, মদের বোতল ফেলা উচিত নিয়। বনের পশুপাখিরা জখম ও অসুস্থ হয়।