জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১২ই ফেব্রুয়ারী, বুধবার : ময়নাগুড়ি ব্লকের হেলাপাকড়ির অঞ্চলের পদমতি-২ এর গৌড়গ্রামের বাসিন্দা পেশায় কৃষক বাদল রায় (৫২) বাড়ীর পাশে বাঁশ ঝাড়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে জানান মৃতের ছেলে বাপি রায়, তার বাবা বেশ কিছু দিন যাবৎ অসুস্থ ছিল। চিকিৎসা ও চলছিলো বর্তমানে। গত কাল সন্ধ্যা রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন অনেক খোজা খুজি করে ও না পাওয়ার ফলে আজ ভোর বেলায় প্রাত্য ভ্রমনে বেড় হয় মৃতের দাদা উপেন রায় বাঁশ ঝাড়ে লক্ষ করেন ভাই বাদলের মৃত দেহ বাঁশ গাছে ঝুলছে। এই অবস্থায় চিৎকার করলে আশে পাশের বাসিন্দারা ছুটে আসে। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়নাগুড়ি থানায় নিয়ে আসে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ এব্যাপারে একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করছে। মৃত দেহটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি হাসপাতালের মর্গে পাঠায়।