আলিপুরদুয়ার : ৬ই মার্চ ২০২০, শুক্রবার : আলিপুরদুয়ার : দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলির মতো এবার প্রতিবেশী দেশ ভুটানেও মিলেছে করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির অস্তিত্ব। যদিও তিনি ভুটানের নাগরিক নন।তিনি মার্কিন নাগরিক। কিছুদিন আগেই গুয়াহাটি হয়ে আকাশপথে ভুটানের পারো বিমানবন্দরে নামেন ওই মার্কিন পর্যটক দম্পতি। গতকাল বুধবার আচমকাই অসুস্থ হয়ে পড়ায় ভুটান স্বাস্থ্য মন্ত্রকের তরফে তাঁর রক্তের নমুনা পরীক্ষার পর জানানো হয়েছে যে, ৭৬ বছরের ওই মার্কিন পর্যটক করোনা ভাইরাসে আক্রান্ত। সঙ্গে সঙ্গেই তাঁকে ভুটানের রাজধানী থিম্পুর একটি হাসপাতালে বিশেষ আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়েছে।
শুক্রবার ভুটানের স্বাস্থ্য মন্ত্রী ও স্বাস্থ্য সচিব একটি যৌথ প্রেস রিলিজ এ মার্কিন পর্যটকের করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন। আগামী দুই সপ্তাহের জন্য ভুটানে বহিরাগত পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার সকালে ভুটানের ওই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন দেশের প্রধানমন্ত্রী ডাঃ লোটে সেরিং। তাছাড়া আগামী দুই সপ্তাহের জন্য পৃথিবীর যে কোনো দেশের বিমান সংযোগ বন্ধ রাখার কথাও ঘোষণা করেছে ভুটান। এদিকে ভুটানের এই আচমকা সিদ্ধান্তে সমস্যায় পড়েছে ভুটানে ঘুরতে আসা পর্যটকরা । তারা ভুটানে গিয়ে ফেরত আসছে। রাজকোট থেকে আগত এক দল পর্যটক জানান যে আমরা দার্জিলিং ঘুরে ভুটানে ঘুরতে এসেছিলাম আজ ভুটানে গিয়ে শুনি ১৪ দিনের জন্য ভুটানে যাওয়া বন্ধ তাই এখন ফেরত যাচ্ছি । প্রসঙ্গত উল্লেখ্য বৃহস্পতিবার সিকিম ঘুরে ভুটানে প্রবেশের সময় দুই জার্মান নাগরিকের শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা যাওয়ায় তাদের ফুন্টসোলিং হসপিটালে ভর্তি রেখে রক্তের নমুনা থিম্পু পাঠানো হয়েছিল কিন্তু রেজাল্ট নেগেটিভ আসায় তাদের ছেড়ে দেওয়া হয়।