মালদা : ১২ই মার্চ ২০২০, বৃহস্পতিবার : জেলার প্রত্যেক বিধানসভা এলাকায় অনুষ্ঠিত হলো ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচী। ‘বাংলার গর্ব মমতা’ তৃণমূল কংগ্রেসের ৭৫ দিনব্যাপী এক নিবিড় জনসংযোগ কর্মসূচীর জলযোগে যোগাযোগ এই কর্মসূচী মোথাবাড়ি তৃণমূল পার্টি অফিসে বুধবার পালন করলেন মোথাবাড়ি বিধানসভার বিধায়িকা সাবিনা ইয়াসমিন।
জলযোগ কর্মসূচী পালন হোলো মোথাবাড়ি তৃণমূল পার্টি অফিসে। মালদার বিভিন্ন সাংবাদিকদের নিমন্ত্রিত করে তাদের সাথে একসাথে বসে মধ্যাহ্নভোজন করলেন ও জানান প্রশান্ত কিশোরের পরামর্শ অনুযায়ী এই কর্মসূচী পালনে খুবই ভালো লাগছে। ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, ধন্যবাদ জানাই প্রশান্ত কিশোরকে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী গত ইংরেজি মাসের দুই তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৭৫ দিনের একটি কর্মসূচীর নির্দেশিকা দিয়ে ছিল মানুষের সুবিধা অসুবিধার কথা শোনা এবং সাংবাদিকদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা। কোথায় কি ভুল হচ্ছে, দলের সেই জায়গাটা সংশোধন করা যাবে।