জলপাইগুড়ি : মালবাজার : ১৮ই মার্চ ২০২০, বুধবার : মাথার উপর ছাদ নেই। ঘরে আহারের চাল নেই। ৫বছর ধরে এক পুত্র ও এক কন্যাকে নিয়ে পলিথিন চাদরের তাঁবুতে দিন কাটাচ্ছেন মালবাজার শহরের ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাহানারা বেগম। পৌরসভার কাছে একটা ঘর চেয়েও পায়নি ওই হত দরিদ্র মহিলা। যদিও মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা মহিলার প্রতি বিশেষ নজর দেবেন বলে জানিয়েছেন। মালবাজার শহরের ১৪ নম্বর ওয়ার্ডের শেষ প্রান্তে এক নিচু জায়গায় বাঁশ ও পলিথিনের চাদরের তৈরি এক তাঁবু। তাঁবুর ভিতরে নেই কোন বাতায়ন নেই কোন বিদ্যুৎ। এইরকম এক তাঁবুর ভিতরে দুই সন্তান নিয়ে গত ৫ বছর ধরে বাস করছেন জাহানারা বেগম নামের এক মহিলা। স্বামী মানসিক ভারসাম্য হারিয়ে বেশ কয়েক বছর ধরে নিরুদ্দেশ। কেউ তার খোঁজ জানে না। লোকের বাড়িতে কাজ করে জীবন যাপন করেন। নিজেও জানালেন, ঝড় বৃষ্টিতে এখানে থাকা যায় না। তখন এদিক ওদিক কোন বারান্দায় রাত কাটাতে হয়।
ঘরে চারদিন ধরে চাল নেই। খুব অভাবে আছি। পৌরসভার কাছে একটা ঘর চেয়েছিলাম। দেবে বলেছে। স্থানীয় কাউন্সিলর নিজেই ওই তাবু তৈরি করে থাকতে দিয়েছে। মাঝে মধ্যে সাহায্য করেন। একটা ঘর পেলে ভালো হয়। এনিয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর সুপ্রতিম সরকার বলেন, ওই মহিলা খুবই গরীব। আমি পাশের ওয়ার্ডের কাউন্সিলরের সাথে প্রস্তাবিত পার্কের জায়গার পাশে থাকার মতো একটা ব্যবস্থা করে দিয়েছি। বাস্তব সমস্যা হচ্ছে ওনার নিজের কোন জায়গা নেই। তবু চেষ্টা করছি কোন একটা জায়গা যদি পাওয়া যায় তবে ঘর দেব। এনিয়ে মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা বলেন, বিষয়টি দুখঃজনক। তবে যদি কোন জায়গায় একটা ঘর করে দেওয়া যায় তার উদ্যোগ নেব। ওই মহিলার প্রতিবেশী নুরি বেগম, সোনে খাতুন বলেন, ও খুব গরিব একটা ঘর পেলে ভালো হয়।