কোচবিহার : সিতাই : ৩০শে মার্চ ২০২০, সোমবার : মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ভারতবর্ষের দুর্যোগপূর্ণ মুহূর্তে এবং পশ্চিমবঙ্গে যে ভাবে করোনা ভাইরাসে মানুষ সংক্রমিত হচ্ছে। সেই করোনা ভাইরাস মোকাবিলা করার জন্য পশ্চিমবঙ্গের জরুরী ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকা দিলেন সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। এ বিষয়ে তিনি বলেন, যেহেতু আমি একজন শিক্ষক তাই আমার দু মাসের বেতন পশ্চিমবঙ্গের জরুরী ত্রাণ তহবিলে দিলাম।
তিনি আবেদন করেন, এই বিধানসভায় যারা শিক্ষক আছেন, ব্যবসায়ী আছেন, যারা পার্টির নেতৃত্ব আছেন, যার যতটুক সামর্থ, তারা তাদের সাধ্য অনুযায়ী মুখ্যমন্ত্রীর এই ত্রাণ তহবিলে সবাই সাহায্য করেন। আজ এই দুর্দিনে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর পাশে থেকে আমরা যাতে এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা যেন পশ্চিমবঙ্গের করোনাকে প্রতিরোধ করতে পারি এই জন্য আমি সব স্তরের মানুষের কাছে আবেদন জানাচ্ছি।”