কোচবিহার : দিনহাটা : ৩০শে মার্চ ২০২০, সোমবার : করোনা ভাইরাস মোকাবেলায় যখন দেশজুড়ে চলছে লকডাউন। সেই সময় দুস্থ ও গৃহহীন মানুষদের মুখে দু’বেলা অন্ন তুলে দিতে এগিয়ে এলো মহকুমা প্রশাসন। দিনহাটা উচ্চ বিদ্যালয়ে এই ব্যবস্থা করা হয়। সোমবার লকডাউন কর্মসূচিতে দুস্থ ও গৃহহীন মানুষদের যাতে সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে দিনহাটা মহকুমা প্রশাসনের উদ্যোগে দিনহাটা উচ্চ বিদ্যালয়ে এক কমিউনিটি কিচেন এর ব্যবস্থা করা হলো। এদিন মোট ১৪৩ জন গৃহহীন ও দুস্থ মানুষ দুপুরের খাবার খান। আর এই লকডাউন এ দুবেলা খাবার পেয়ে খুশি দুস্থ মানুষরা।
এবিষয়ে মহকুমা শাসক শেখ আনসার আহমেদ বলেন “দিনহাটার মহকুমায় বিভিন্ন জেলা ও রাজ্য থেকে লোকেরা এসে কাজ করতো। এদের মধ্যে কিছু দরিদ্র মানুষ আছে কিছু গৃহহীন মানুষ আছে। যারা শহরেই থাকতো। আগে যখন লকডাউন ছিল না তখন তারা নিজেদের খাবারের ব্যবস্থা নিজেদের মত করে নিতে পারত। কিন্তু এখন যেহেতু লকডাউন হয়ে গেছে সেহেতু এখন তাদের খাওয়া-দাওয়ার একটা সমস্যা চলছে। যারা শহরের দরিদ্র মানুষ আছে, যারা অন্য জেলা অথবা অন্য রাজ্য থেকে এসেছে। তাদের খাবারের ব্যবস্থা বর্তমানে নেই। তাদের জন্যই আমরা কমিউনিটি কিচেন শুরু করেছি। যেখানে ওদের জন্য সবজি ডাল ভাত এর ব্যবস্থা করা হয়েছে।”