কোচবিহার : দিনহাটা : ৩১শে মার্চ ২০২০, মঙ্গলবার : করোনা ভাইরাস মোকাবেলায় যখন দেশজুড়ে চলছে লকডাউন। সেই সময় দিনহাটা মহকুমার নাজিরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুস্থ ও অসহায় দিন-আনি-দিন-খাই মানুষদের হাতে চাল,ডাল ও সাবান দেওয়া হলো। মঙ্গলবার লকডাউন কর্মসূচিতে দুস্থ ও দিনমজুর মানুষদের যাতে সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে দিনহাটা মহকুমার নাজিরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস শালমারা বাজার এলাকা ও শালমারা ৩৮ নম্বর বুথের ভুইমাটি কলোনির দুস্থ বাসিন্দাদের প্রায় ৩০০ পরিবারের হাতে চাল, ডাল ও সাবান তুলে দেওয়া হয়।
এ বিষয়ে দিনহাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য তরনী কান্ত বর্মন বলেন, “কোন ভাইরাসের আক্রমণ গোটা পৃথিবীর সাথে ভারতবর্ষজুড়ে চলছে। মানুষের নিরাপত্তার কারণে লকডাউন পশ্চিমবঙ্গের সাথে ভারতবর্ষ জুড়ে। মানুষ গৃহবন্দীর ফলে কর্মহীন হয়ে পড়েছেন তারা। নাজিরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গরিব মানুষ যারা দিন-আনে-দিন-খায় তাদের কাজ বন্ধ। ফলে তাদের ঘরে চাল পর্যন্ত নেই। নাজিরহাট ২ নম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এরকম পরিবার আমাদের গ্রামের প্রায় ৩০০ র ও বেশি আছে। তাদের কাছে চাল ডাল এবং সাবান ইত্যাদি পৌঁছে দেবো আজকে তার প্রথম দিন। আগামী তিন দিন ধরে এই কর্মসূচি চলবে। তাদের মুখে অন্ন তুলে দেওয়ার চেষ্টা করছি এবং প্রত্যেকের হাতে সাবান তুলে দিয়ে বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে এবং নিরাপদে থাকতে হবে এই সচেতনা মূলক বার্তা আমরা তুলে ধরছি। পাশাপাশি আমরা আজ শালমারা বাজার সাফাই করে ব্রিচিং, ফিনাল দেওয়া হল।”