জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ৩১শে মার্চ ২০২০, মঙ্গলবার : রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং ময়নাগুড়ি ব্লক ১নং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডালিম রায়ের নেতৃত্বে দুঃস্থদের খাদ্য সামগ্রী বিলি করা হচ্ছে। গত ২৫ মার্চ থেকে এই খাদ্য সামগ্রী বিলি করা শুরু হয় । ময়নাগুড়ি ব্লক ১নং তৃণমূল কংগ্রেসের অন্তর্গত ৮ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই খাদ্য সামগ্রী দুঃস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এখনো পর্যন্ত প্রায় ৪০০০, প্যাকেট খাদ্য সামগ্রী বিলি করা হয়েছে দুঃস্থ পরিবারের কাছে। ময়নাগুড়ি ব্লক কমিটির সদস্য সত্যজিৎ শর্মা বলেন, ” আমরা গত ২৫ তারিখ থেকে এই খাদ্য সামগ্রী বিলি করছি। লকডাউনের ফলে গ্রামে গঞ্জে যে সমস্ত দিন মজুর আছেন তারা কাজের অভাবে এবং অর্থের অভাবে সমস্যায় পড়েছেন । তাই আমরা দলমত নির্বিশেষে যারা অসহায় তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। যারা খাবার পাচ্ছে না তাদের কাছে খাবার পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।