আলিপুরদুয়ার : কুমারগ্রাম : ৩১শে মার্চ ২০২০, মঙ্গলবার : কুমারগ্রাম ব্লকের বারবিশার ছন্নছাড়া সাংস্কৃতিক সংস্থা করোনার চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ হাজার টাকা অনুদান দিলেন।
কুমারগ্রামের বিডিও-র হাতে সেই চেক তুলে দেওয়া হয় মঙ্গলবার। কুমারগ্রামের বিডিও মিহির কর্মকার বলেন, ছন্নছাড়া-র এই উদ্যোগ খুব ভালো। অন্যান্য সংস্থাগুলি এভাবে এগিয়ে আসুক সেটাই চাই। এই টাকা দ্রুত মুখ্যমন্ত্রীর ত্রান তববিলের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। ছন্নছাড়ার সম্পাদক জয়দেব সরকার জানান তারা দেশ ও রাজ্যের এই সংকটকালে তাদের সংস্থার সাধ্যের মধ্যে থেকে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে কিছু সাহায্য করেছেন।তাদের এই প্রয়াস দেখে যাতে অন্য ক্লাব ও সংস্থা একই কাজে এগিয়ে আসে এই আশা করছেন।