জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ৩১শে মার্চ ২০২০, মঙ্গলবার : জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে এবং ময়নাগুড়ি পুলিশের উদ্যোগে দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন মঙ্গলবার। লকডাউন পরিস্থিতির জন্য সাধারণ মানুষের কাজ বন্ধ থাকার ফলে বেশ সমস্যায় পড়েছেন শ্রমিকরা। বিশেষ করে যারা দিন মজুর তারা বিশেষ ভাবে সমস্যায় পড়েছেন এই লকডাউনে।
তাই তাদের কথা মাথায় রেখে জেলা পুলিশের নির্দেশে এবং ময়নাগুড়ি পুলিশ প্রশসনের উদ্যোগে ময়নাগুড়ির রামশাই এলাকায় যাদবপুর চা বাগান এলাকায় ৩০০ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এ বিষয়ে ময়নাগুড়ি থানার আইসি অসীম গোপ বলেন,” আমরা ময়নাগুড়ি ব্লকের দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলাম। এইভাবে আগামী দিনে ব্লকের বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিলি করা হবে।