জলপাইগুড়ি : মালবাজার : ৩১শে মার্চ ২০২০, মঙ্গলবার : মালবাজার মহকুমায় বেশ কয়েকটি কোয়ারান্টাইন সেন্টার খোলা হয়েছে। ভিন্ন রাজ্য থেকে আসা মানুষজন এবং যাদের জ্বর, কাসির মত উপসর্গ রয়েছে তাদেরকেই বর্তমানে এই কোয়ারান্টাইন সেন্টারে রেখেছে স্বাস্থ্য দপ্তর বা প্রশাসন । মানুষের মনে একটা আতঙ্ক, কেরম হবে এই কোয়ারান্টাইন সেন্টার। তবে যা দেখা গেলো তাতে মানুষের ভয় পাওয়ার কোন কারন নেই। মালবাজার মহকুমায় যে সব কোয়ারান্টাইন সেন্টার আছে তার মধ্যে একটি হল মাল ব্লকের রাজাডাঙ্গা পিএম স্কুলের কোয়ারান্টাইন সেন্টার। বর্তমানে এই সেন্টারে ১৪ জন রয়েছে। এদের দেখা শুনার জন্য রয়েছে স্বাস্থ্য কর্মি এবং কিছু গ্রামের যুবক। বর্তমানে এই সেন্টারে ১০০ বেশি মানুষকে রাখার ব্যাবস্থা করেছে প্রশান। প্রতিনিয়ত চিকিৎসার পাশাপাশি, সকালে, দুপুরে, বিকেলে এবং রাতে ভাল পুষ্টিকর খাবারের ব্যবস্থা করেছে প্রশাসন। কোয়ারান্টাইন থাকা মানুষদের যাতে কোন রকম অসুবিধা না হয়, সেই জন্য প্রতিদিন এই কোয়ারান্টাইন সেন্টার ভিজিট করছেন বিডিও সহ ব্লক আধিকারিকেরা।