জলপাইগুড়ি : মালবাজার : ৩১শে মার্চ ২০২০, মঙ্গলবার : লগ ডাউনের জন্য বহু মানুষের কাজ নেই। সেই কারনে সেই সকল গরীব মানুষদের দুবেলা খাবারের সমস্যা দিন দিন বারছে। তাই গরীব মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করলো ওদলবাড়ি এক ব্যাবসায়ী। ওদলাবাড়ির ব্যাবসায়ী সুশান্ত কুন্ডুর উদ্যোগে এবং সেচ্চাসেবি সংগঠন ন্যাসের সহযোগিতায় এদিন মালবাজার মহকুমার বিভিন্ন এলাকায় খাবার পৌছে ফেওয়া হল। এদি সকাল থেকে ওদলাবাড়ি, তটগাও, লিসরিভার, সোনালী ওয়াসাবাড়ি এলাকায় খাবার পৌছে দেওয়া হয়। এদিন প্রায় ৫০০ গরীব মানুষকে খাবার দেওয়া হয়। খাবারের মধ্যে ছিল চাল, পেয়াজ, বাধাকফি, লংকা, ফুলকফি। শুধু আজই নয়, সপ্তাহে এক দিন করে বিভিন্ন এলাকায় এই ভাবেই খাবার দেওয়া হবে বলে সুশান্ত বাবু জানিয়েছেন। এই পরিস্থিতিতে হাতের কাছে খাবার পেয়ে খুশি গরীব মানুষেরা।