জলপাইগুড়ি : মালবাজার : ৩১শে মার্চ ২০২০, মঙ্গলবার : দিন দিন বেরেই চলেছে করোনা সংক্রামনের সংখ্যা। আর এই সংক্রামনের হাত থেকে বাচতে জরুরি মুখে মাক্স পরা। কিন্তু একদিকে বাজারে মিলছে না মাক্স এবং কোথাও পাওয়া গেলেও চড়া দামে বিক্রি হচ্ছে সেই মাক্স। আর এত দামি মাক্স কেনার ক্ষমতা নেই চা-বাগান শ্রমিক পরিবারের ছেলে মেয়েদের। তাই মালবাজার মহকুমার লিস রিভার চা-বাগানের এক স্কুল ছাত্রী মমতা ওড়াও নিজের হাতেই মাক্স তৈরি করে চলেছেন সারাদিন। আর এই মাক্সের দামও খুব সামান্য। চা-বাগানের অবস্থা এখন ভাল না। তাই শ্রমিকদের বাজারের মাক্স কেনার সমর্থ নেই। শ্রমিকদের সুবিধার্থেই এই মাক্স তৈরি করছে, দাবী মমতা ওড়াও এর। বর্তমানে বাগানের সব শ্রমিক এবং শ্রমিক পরিবারের ছেলে মেয়েরা এখন মমতা ওড়াও এর মাক্স পরেই করনা ভাইরাসের হাত থেকে নিজেদের রক্ষা করছে। আর এতে খুশি চা-বাগানের শ্রমিকেরা।