জলপাইগুড়ি : ধুপগুড়ি : ৩রা এপ্রিল ২০২০, শুক্রবার : করোনা আতঙ্কে গত 24 শে মার্চ থেকে শুরু হয়েছে লকডাউন। আর এই লক ডাউনে মেক্সি ট্যাক্সি চালক ও কর্মচারীবৃন্দের সমস্যার কথা চিন্তা করে বৃহস্পতিবার ম্যাক্সি ট্যাক্সি অনার্স এ্যাসোসিয়েশন ধূপগুড়ি শাখার তরফে প্রায় একশো কুড়ি জন ম্যাক্সি ট্যাক্সি গাড়ি চালক, খালাসী এবং অন্যান্য কর্মচারীদের ২৫ কিলো করে চালের বস্তা তুলে দেওয়া হয়। লক ডাউন চলাকালীন সময়ে তাদের সংসার চালাবার ক্ষেত্রে কিছুটা সাহায্য করে পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে মালিক পক্ষ। এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেকের হাতে এই চালের বস্তা তুলে দেন সংগঠনের সম্পাদক সভাপতি এবং কমিটির অন্যান্য সদস্যরা সংগঠনের অফিস থেকে। সংগঠনের সম্পাদক বাদল মন্ডল বলেন, লকডাউন এর কারণে এখন সমস্ত গাড়ি বসা রয়েছে যার ফলে গাড়ির চালক খালাসী এবং অন্যান্য কর্মীরা সমস্যায় পড়েছেন। তাই আমরা আমাদের সংগঠনের তরফে তাদের সকলের পরিবারের কথা ভেবে ২৫ কিলো করে চালের বস্তা তুলে দিলাম। যাতে লকডাউন চলাকালীন সময় তাদের কিছুটা উপকারে লাগে।

