মালদা : ২০শে এপ্রিল ২০২০, সোমবার : মার্চ মাসের ১৮ তারিখে সুদূর নাসিক থেকে মালদা এসেছিলেন প্রায় আড়াইশো জন। মালদাতে গাজোল ব্লকের অন্তর্গত পান্ডুয়া অঞ্চলের পীর সাহেবের মাজার প্রাঙ্গণে প্রতিবছর উরুসকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। এই উৎসবে যোগদান করতে এসে তাদের আর বাড়ি ফেরা হয়নি। হঠাৎ করে ২২ তারিখে লকডাউন ঘোষণা করার পর থেকে তারা মালদাতে আটকে রয়েছেন। এইসময় তাদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সমাজসেবী যুবকেরা, অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী এনামুল বাদশা খান, সঞ্জয় সাহা ও চন্দন সাহা, এছাড়া আরো বিভিন্ন ব্যাক্তিরা।
প্রশাসনের পক্ষ থেকেও তাদের কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে। দুদিন পূর্বে এই খবর পেয়ে মালদা জেলা থেকে ছুটে আসে হিউম্যান রাইটস প্রটেকশন কাউন্সিলের সভাপতি শুভদীপ সরকার এবং সংস্থার চাচোল সাব ডিভিশনের সভাপতি রতন সাহা এছাড়া আরো অন্যান্য মানবাধিকার কর্মীরা। বন্দিদের সাথে কথা বলা হয় এবং মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে তাদের আশ্বাস দেওয়া হয় প্রশাসনের সাথে যথাসম্ভব কথা বলে তাদের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করা হবে। সেই কথা মত জেলাশাসক কে হিউম্যান রাইটস কাউন্সিলের পক্ষ থেকে একটি আবেদন পত্র জমা দিয়ে যাতে উক্ত ব্যক্তিদের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয় তার অনুরোধ করা হয়।