জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ২২শে এপ্রিল ২০২০, বুধবার : লকডাউনের কারণে সমস্যায় পড়েছেন তরমুজ চাষিরা। লকডাউনে সব্জি বাজার এবং ফলের দোকান খোলা রাখার নির্দেশ থাকলেও আন্তঃ রাজ্য বাণিজ্য বন্ধ থাকায় বড় সমস্যার মুখে পড়ছেন চাষিরা। জমির উৎপাদিত ফসল বিক্রির জন্য বাজারে নিয়ে গেলেও ভিন রাজ্যের পাইকার না আসার দরুন দাম মিলছে না বাজারে। ফলে উৎপাদনের সামান্য খরচ টুকুও তুলতে পারছেন না চাষিরা। ময়নাগুড়ি ব্লকের তরমুজ চাষিরা তরমুজ বিক্রি করতে না পারায় বাধ্য হয়ে এবং ক্ষতির হাত থেকে বাঁচতে টোটো তে করে তরমুজ বিক্রি করছেন গ্রামে গঞ্জে।
চাষিদের অভিযোগ এই লকডাউন থাকায় বিক্রি নেই তরমুজের । ফলে টোটো তে করে বিক্রি করে ক্ষতির হাত থেকে বাঁচতে চান তরমুজ চাষিরা। ময়নাগুড়ির চূড়াভান্ডার এলাকার মাধব সরকার বলেন, ” আমি এবছর অনেক জমিতে তরমুজ লাগিয়েছি। কিন্তু বর্তমানে বিক্রি করতে পারছি না। তাই টোটোতে করে বিক্রি করতে হচ্ছে।” অনেকে আবার জমি থেকে তরমুজ পাইকারি দরে কিনে নিয়ে নিজের টোটো তে করে ব্যবসা করছেন। ময়নাগুড়ি রেলগেট এলাকার বাসিন্দা তাপস রায় বলেন, ” লকডাউনের জন্য বাজার বন্ধ, আমাদের কাজ বন্ধ হয়ে গেছে। তাই আমি নিজের টোটো করে অন্য জায়গা থেকে পাইকারি দামে তরমুজ কিনে গ্রামে বিক্রি করছি। আর যা টাকা রোজগার হয় তা দিয়ে সংসার চালাই। বাড়িতে রোজগারের একমাত্র সম্বল আমি নিজে। লকডাউনের জন্য টোটো নিয়ে বাইরে যাওয়া যাচ্ছে না । ফলে খুব সমস্যায় দিন যাচ্ছে আমাদের। তাই এই রাস্তা বেছে নিয়েছি।