জলপাইগুড়ি : মালবাজার : ২৩শে এপ্রিল ২০২০, বৃহস্পতিবার : লক ডাউনের মধ্যেই কালিম্পং থেকে এক মহিলা বাড়ি ফিরে আসায় আতঙ্ক ছরায় মালবাজার মহকুমার ওদলাবাড়ি লামা ভিডিও এলাকায়। এইখবর পাওয়া মাত্র ঘটনা স্থলে আসে মালবাজার পুলিশ। পুলিশ আধিকারিকেরা ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জানাতে পারে বৃহস্পতিবার সকালে কোন এক গাড়িতে কালিম্পং এর আত্মীয়র বাড়ি থেকে নিজের বাড়ি ফিরে আসে।
সেখানে ডাক্তার তার শারিরীক পরীক্ষা করেছে বলে ওই মহিলা পুলিশকে জানায় কিন্তু তার কাছে কোন ডাক্তারের কোন রিপোর্ট পায় নি পুলিশ। এরপর ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে। সেখানে চিকিৎসকেরা ওই মহিলার স্বাস্থ্য পরীক্ষা করে। এরপর ১৪ দিনের জন্য ক্রান্তি এলাকায় কোয়ারান্টাইন সেন্টারে পাঠায় চিকিৎসকেরা। পাশাপাশি বাড়ির লোককে হোম কোয়ারান্টাইননে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকেরা। উল্লেখ্য এই কালিম্পং এ এক মহিলা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উত্তর বঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা গেছে। বাড়ির কয়েকজন আক্রন্তও হয়েছিল। এরপর থেকে কালিম্পং কে সেনসেটিভ জোন হিসেবে ঘোষনা করা হয়। এই অবস্থায় কি ভাবে ওই মহিলা লক ডাউন থাকা অবস্থায় ওদলাবাড়িতে নিজের বাড়ি ফিরে আসলো তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। কি ভাবে পুলিশের এত কড়াকড়ি সত্তেও এই মহিলা ওদলাবাড়ি এল। ঐ মহিলা জানিয়েছেন তিনি লক ডাউনের আগের দিন কালিম্পং এ এক আত্মীয়র বাড়ি গিয়েছিলেন। কালিম্পং এ পৌছানোর পরের দিন লক ডাউন হয়ে যায়। বহুদিন ধরে কালিম্পং থাকার জন্য নানা সমস্যা হচ্ছিল (খাওয়া দাওয়া, টাকা পয়সার)। তাই একটি গাড়ি করে ওদলাবাড়ি নিজের বাড়ি চলে আসি। তবে বাড়ি পৌছানোর পর এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। অবশেষে প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের চেষ্টায় ওই মহিলাকে ১৪ দিনের কোয়ারান্টাইন সেন্টারে পাঠানো হয়।