জলপাইগুড়ি : মালবাজার : ২৬শে এপ্রিল ২০২০, রবিবার : করোনা ভাইরাসের আতঙ্কে সমস্যায় কৃষি প্রধান এলাকা মালবাজার মহকুমার রাজাডাঙ্গা, ক্রান্তি, চ্যাংমাড়ি এলাকায়। এলাকার মানুষেরা কৃষি কাজ করেই খায় কিন্তু গত ১ মাসের বেশি সময় ধরে লক ডাউনের কারনে সমস্যায় এই এলাকার মানুষেরা।
তার ওপর গত কয়েকদিন বৃষ্টির জন্য জমির ফসল নষ্ট হয়ে গেছে। তাই এই সব মানুষদের সাহায্যের জন্য বিভিন্ন এলাকায় ঘুরেঘুরে প্রায় ৩০ বস্তা চাল সংগ্রহ করেছেন পদ্মশ্রী করিমুল হক মহাশয়। শনিবার ময়নাগুড়ির এক চাল ব্যাবসায়ী ৩০ বস্তা চাল করিমুল হকের বাড়ি পৌছে দেন। যাতে করিমুল বাবু গরীব মানুষদের সেই চাল বিতরন করতে পারে। আর রবিবার দিন করিমুল হক নিজের বাড়ি থেকে এই চাল সাথে সব্জি এবং ডাল বিতরন করেন প্রায় ৩০০ পরিবারকে। যারা বাকি রয়েছে তাদের বাড়ি এই রেশন তিনি পৌছে দেবেন বলে জানিয়েছেন। করিমুল হকের এই প্রচেষ্টায় খুশি এলাকার গরীব কৃষক পরিবার গুলো।