জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ২রা মে ২০২০, শনিবার : বনবস্তির মেয়ে ও মহিলাদের স্যানিটারি ন্যাপকিন ও সাবান বিলি করলো ফিনিক্স ফাউন্ডেশনের পক্ষ থেকে। শনিবার ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েত এলাকার কালিপুর বনবস্তি এলাকায় ফিনিক্স ফাউন্ডেশন এর পক্ষ থেকে কয়েকজন মহিলা সদস্য সেখানে গিয়ে এগুলি বিলি করেন। এর পাশাপাশি মহিলা ও মেয়েদেরকে সচেতনও করেন সংগঠনের পক্ষ থেকে। ফিনিক্স ফাউন্ডেশনের সদস্যা স্নেহা মুখার্জী বলেন, “ময়নাগুড়ির রামশাই এলাকার কালিপুর বনবস্তিতে এসেছি এবং মহিলাদেরত সচেতন করেছি। এর পাশাপাশি মহিলাদের হাতে আমাদের পক্ষ থেকে স্যানিটারি ন্যাপকিন এবং কিছু সাবান তুলে দেই।”