মালদা : ১৮ই মে ২০২০, সোমবার : দেশজুড়ে চলছে লকডাউন করোনা মোকাবেলায়। পরিযায়ী শ্রমিকরা যে যার মতো করে গ্রামের দিকে ফিরে আসছে। কেউ পায়ে হেঁটে তো আবার কেউ যানবাহনে করে ফিরছে মালদার পথে আবার কেউ মালদা থেকে যাচ্ছে কলকাতার দিকে। মালদা জেলার বৈষ্ণবনগর থানার পুলিশ এর উদ্যোগে পথ দিয়ে হাটা যানবাহনে করে যাওয়া পরিযায়ী শ্রমিকসহ মানুষদের একবেলা অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বৈষ্ণবনগর থানার অন্তর্গত পিটিএস মোড় এলাকায় খাবার বিতরণ করা হচ্ছে। বৈষ্ণবনগর থানার আইসি ত্রিদিব প্রামানিক নিজের হাতে পরিযায়ী শ্রমিকদের খাবার পরিবেশন করছেন। পুলিশ 34 নম্বর জাতীয় সড়কের পিটিএস মোড় এলাকায় তাদের সহায়তায় খোলা হয়েছে এক মানবিক সহায়তা কেন্দ্র। সহায়তা কেন্দ্রে আজ উপস্থিত ছিলেন বৈষ্ণবনগর থানার আইসি ত্রিদিব প্রামানিক। বৈষ্ণবনগর থানার আইসি ত্রিদিব প্রামানিক জানান, এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভাত, সবজি, তরকারি, ডিম ,এক বেলা পেট ভরে খাওয়ানো হচ্ছে পরিযায়ী শ্রমিকদের ।