জলপাইগুড়ি : মালবাজার : ১৬ই জুন ২০২০ মঙ্গলবার : দেশে প্রতিদিন হুহু করে বারছে কোরনা আক্রান্তের সংখ্যা। তবে এর মধ্যেও সুখের খবর মালবাজার ব্লকে। গত ২৪ ঘন্টায় এক জনও করোনায় আক্রান্ত হয় নি মাল ব্লকে। জানালেন মাল ব্লকের বি এম ও এইচ প্রিয়াঙ্কু জানা। পাশাপাশি এই ব্লকে কিছুদিন আগে যে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে তারা সবাই সুস্থ্যের পথে। আর এতেই খুশি মালবাজার ব্লকের মানুষেরা। আর এসব সম্ভব হয়েছে স্বাস্থ্য কর্মিদের দিন রাত অক্লান্ত পরিশ্রমের জন্য।
তাই সোমবার দিন ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে ব্লক অফিসার প্রিয়াঙ্কু জানা এবং স্বাস্থ্য কর্মিদের ফুল, খাদা এবং মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা দিলো মাল ব্লকের তৃনমুল খেত মজদুর কমিটি। এদিন মাল ব্লকের তৃনমুলের সভাপতি তমাল ঘোষ, কিষান খেত মজদুর তৃনমুল কংগ্রেসের ব্লক সভাপতি বাদসা আহমেদ এবং তৃনমূল যুব -র সভাপতি সম্পা দাস এবং তৃনমুল নেতা কর্মিরা মিলে এই সংবর্ধনা দেন। কিষান খেত মজদুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বাদসা আহমেদ বলেন, করোনার হাত থেকে যে ভাবে মানুষ কে বাচাচ্ছেন এই সব স্বাস্থ্য কর্মি, চিকিৎসক এবং পুলিশ কর্মিরা, তা ভাষায় প্রকাশ করা যাবে না। তাই স্বাস্থ্য কর্মিদের উৎসাহ দিতেই এই সংবর্ধনা। গত ২৪ ঘন্টায় করোনা আক্রানের খবর নেই মালবাজার ব্লকে, এটাই বড় খবর সবার কাছে। তার মানে আমরা করোনাকে পরাস্ত করতে পেরেছি। মালবাজার ব্লকের বি এম ও এইচ প্রিয়াঙ্কু জানা বলেন, সব সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য। উনার চেষ্টায় আজ আমরা হাসপাতালগুলিতে কাজ করতে উৎসাহ পাচ্ছি। তাই তো দিন দিন করোনা মুক্ত করতে চলেছে মাল ব্লক কে। এর জন্য আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মিরা খুব ভাল কাজ করে যাচ্ছে। ২৪ ঘন্টায় কোন করোনা পজেটিভ হয় নি ব্লকে এবং ৭ জন করোনা আক্রান্ত সুস্থ্যের পথে। এটা খুব ভাল দিক। এই ভাবেই আমরা এক দিন করোনা মুক্ত করবো দেশ কে।