কোচবিহার : মেখলিগঞ্জ : ২৯শে জুন ২০২০ সোমবার : বেহাল রাস্তা সংস্কারের দাবি দীর্ঘদিনের। প্রধানের কাজে বার বার আবেদন জানিয়েও কাজ না হওয়ায় রাস্তা সংস্কারের কাজে হাত লাগালো গ্রামের বাসিন্দারা। মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের দেউতির হাট এলাকা ঘটনা। প্রতি বছর বর্ষায় বেহাল রাস্তার কারণে এলাকার বাসিন্দাদের সমস্যায় পরতে হয়। এলাকায় প্রবেশের মূল রাস্তা বেহাল দশা তা বারবার জানিয়েও রাস্তা সংস্কারের কোন রকম উদ্যোগ গ্রহন করেননি প্রশাসন তথা উছলপুকুরি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ।
কাজ না হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকার মানুষদের থেকে চাদা তুলে রাস্তা তৈরির সমগ্রী কিনে এলাকার গ্রামপঞ্চায়েত সদস্যকে সাথে নিয়ে গ্রামবাসীই রাস্তা সংস্কারের কাজে হাত লাগালো। এবিষয়ে এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যা কনিকা রায় বলেন, দীর্ঘদিন যাবত আমার এলাকার বেহাল রাস্তা। গ্রামপঞ্চায়েত এর প্রধানকে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে এলেও কোন কাজ হয় নি। রাস্তা সংস্কারের কাজ না হওয়ায় নিজেরাই গ্রামবাসীদের নিয়ে রাস্তা সংস্কারে কাজের উদ্যোগ নিয়েছি। এবিষয়ে উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান কালিমন বর্মন জানান, এ বিষয়ে আমি কিছু শুনিনি। তবে আমদের অধিনে ২০ টি রাস্তার কাজ করা হয়েছে। লকডাউনের পরে আরও কিছু রাস্তার টেন্ডার পাশ করা হবে। প্রতিটি এলাকায় সমান ভাবে কাজ করা হয়েছে। বিজেপি পক্ষ থেকে যে অভিযোগ তুলেছে তা অযৌক্তিক। কারন তৃণমূল কংগ্রেস বিভেদের রাজনীতি করে না।