20.3 C
New York
Sunday, August 10, 2025

Buy now

spot_img

পালিত হল গ্রামীণ হাসপাতালের জন্মদিন।

জলপাইগুড়ি : মালবাজার : ১০ই জুলাই ২০২০ শুক্রবার : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোলকাতা থেকে রিমোট এর সাহায্যে দুবছর আগে ওদলাবাড়িতে ৩০ বেডের  গ্রামীণ হাসপাতালের উদ্বোধন করেছিলেন। বৃহস্পতিবার সেই হাসপাতালে জন্মদিন পালিত হল। সেই জন্য সাজানো হয়েছিল হাসপাতালটিকে।

কেক কেটে হাসপাতালের জন্ম দিন পালন করেন জলপাগুড়ির ডিএম অভিষেক তিওয়ারি, মালবাজারে বিধায়ক বুলুচিক বড়াইক, এস ডিও শান্তনু বালা, বিডিও  বিমান চন্দ্র রায়, সি এম ও এইচ রমেন্দ্রনাথ প্রামাণিক এবং স্বাস্থ্য দপ্তরের করোনার স্পেশাল অফিসার সুশান্ত রায়। বহু মানুষের দাবি মত মালবাজার মহকুমার ওদলাবাড়িতে তৈরি হয়েছে এই অত্যাধুনিক হাসপাতাল। এলাকার চাবাগান থেকে শুরু করে পাহাড়ের মানুষ বর্তমানে এই হাসপাতাল থেকে ভাল পরিসেবা পেয়ে আসছে। এই সময় ভিন্ন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকেরাও  এই হাসপাতালে থেকে সব পরিসেবা পাচ্ছে। হাসপাতালে পাশে কোয়ারান্টাইন সেন্টারে থাকা বহু মানুষকে পরিসেবা দিয়েছে এই হাসপাতাল। আজ করোনা যুদ্ধেও হাসপাতালের জন্মদিন পালন করতে একটুকুও খামতি রাখেনি হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে নার্স এবং অন্যান্ন স্বাস্থ্য কর্মিরা। এই শুভ দিনে এদিন হাসপাতালে ডিজিটাল এক্স রে ইউনিট এবং রুগীদের পরিবারের জন্য রেষ্ট সেডের শুভ উদবোধন করেন জলপাইগুড়ির ডি এম অভিষেক তিওয়ারি। পাশাপাশি রক্ত সঙ্কট দূর করতে এদিন একশো ইউনিট রক্ত সংগ্রহ করা হয়, রক্ত দান শিবিরের মাধ্যমে। চিকিৎসক, নার্স, বন দপ্তর, সেন্ট্রাল ফোর্স এর কর্মিরা রক্ত দেন।

জলপাইগুড়ির ডি এম অভিষেক তিওয়ারি বলেন, খুব ভাল কাজ করছে এই হাসপাতাল। করোনা যুদ্ধেও এই হাসপাতাল যে ভাবে মানুষের সেবা দিয়ে যাচ্ছে তার জন্য সকল স্বাস্থ্যকর্মী এবং বি এম ও এইচ প্রিয়াঙ্কু জানাকে ধন্যবাদ।  আগামী দিন আরও সুনাম অর্জন করবে এই হাসপাতাল।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,878FansLike
3,912FollowersFollow
14,700SubscribersSubscribe
- Advertisement -spot_img

সাম্প্রতিক খবর

error: Content is protected !!