জলপাইগুড়ি : মালবাজার : ২৪শে জুলাই ২০২০ শুক্রবার : মালবাজার মহকুমার মূর্তি নদী থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল। শুক্রবার বিকেলে দেহটি উদ্ধার করা হয়। মৃতের নাম লাছু লোহার (৬০)।
তিনি উত্তর ধূপঝোরা জয়ন্তী ভিলেজ এলাকার বাসিন্দা ছিলেন। এদিন বিকেলে উত্তর ধূপঝোরা মাকরা পাড়া সংলগ্ন মূর্তি নদীতে স্থানীয় জনগণ দেহটি দেখতে পান। খবর দেওয়া হয় মেটেলি থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। এলাকার পঞ্চায়েত সদস্য বাপন রায় বলেন, সম্ভবত ওই ব্যক্তি নদীতে মাছ ধরতে গিয়েছিলেন এবং কোন ভাবে জলের শ্রোতে ভেসে যান।