জলপাইগুড়ি : মালবাজার : ১২ই আগষ্ট ২০২০ বুধবার : আবার একটি চিতাবাঘের মৃতদেহ পাওয়া গেল। মালবাজার মহকুমার রাজডাঙা গ্রাম পঞ্চায়েতের অধীন দেবীপুর চা বাগানের পাশে একটি পুরানো বাংলোর পিছনে একটি প্রজেক্ট চাবাগানের ঝোপে এই চিতাবাঘটি মৃত অবস্থায় পাওয়া যায়।
আপালচাঁদ বনদপ্তরের রেঞ্জ অফিসের আধিকারিকরা ঘটনাস্থল থেকে চিতাবাঘটির মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসেন। স্ত্রী চিতাবাঘটি পুর্নবয়স্কা বলে জানা গেছে। কি কারনে বাঘটি মারা গেল জিজ্ঞাসা করলে বনবিভাগের আপালচাঁদ রেঞ্জ অফিসার কূনাল বর্মন জানান ময়নাতদন্ত না করলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে না। তবে মৃতা চিতাবাঘটির দেহে কোন আঘাতের চিহ্ন নেই। অনুমান চিতাবাঘটি দু দিন আগে মৃত্যু হয়েছে। কাঠামবাড়ি বন দপ্তরের রেঞ্জ অফিস এলাকায় ময়না তদন্ত হবে চিতাবাঘটির।
