জলপাইগুড়ি : মালবাজার : ৩০শে আগষ্ট ২০২০ রবিবার : রবিবার মাল মহকুমার ওয়াশাবাড়ী চা বাগানে ইয়ুথ ক্লাব এলাকায় সাফাই অভিযান চালায়।এই তপ্ত গরমে এই অভিযান ক্লাবের,৩০ জন সদস্যরা পরিচালনা করেন। কাঞ্চন বস্তী থেকে গুদাম লাইনের গলি রাস্তা, সার্বজনিক স্থানে ও দোকানের সামনে ৫০ মিটার অবধি ঝাড়ু দিয়ে পরিস্কার করা হয়, জায়গায় ডাষ্টবিন বসানো হয়, জানান সদস্য সন্দীপ থাপা। এর সাথে জাগরন অভিযান ও চালান হয়।
সমস্ত বাসিন্দাদের কাছে আপীল করা হয় তারা যেন সমস্ত ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলেন। এর ফলে গ্রামের সর্বত্র স্বচ্ছ থাকবে। ডায়েরিয়া, ম্যালেরিয়া ও ডেঙুর হাত থেকে গ্রামকে রক্ষা করা যাবে। কমিটির সক্রিয় সদস্য প্রীতিকা দর্জি বলেন নিজেদের বাড়ীও পরিস্কার রাখতে হবে। এতে পরিবেশের বাতাবরণ স্বচ্ছ থাকবে। পরিবেশ দূষনমুক্ত থাকবে। গ্রামের সব লোককে এই স্বচ্ছতা অভিযানের কাজে শামিল করতে হবে। প্রায়ই দেখা যায় কিছু লোক প্লাস্টিক মোড়া চকলেট, বিস্কুট খেয়ে প্লাস্টিক রাস্তায় ফেলে দেয়। এর প্রভাব সরাসরি পরিবেশের উপর পড়ে। সবাই আবর্জনা ডাস্টবিনে ফেলুন ও অন্যকেও এই কাজে উৎসাহিত করুন। এইভাবে সচেতনতার কাজ সব সময় চালাতে হবে।