জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ৫ই সেপ্টেম্বর ২০২০ শনিবার : ৫ ই সেপ্টেম্বর ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জন্ম দিন। আর এই উপলক্ষ্যে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ম্বরে পালিত হলো শিক্ষক দিবস।
যদিও করোনা আবহে স্কুল কলেজ বন্ধ রয়েছে। তা সত্ত্বেও ছাত্র শিক্ষক এর সু সম্পর্ক বজায় রাখতে এই অনুষ্ঠান করতে দেখা গেলো। বিভিন্ন কোচিং সেন্টারে এই দিনটিকে পালন করা হয়। ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি, চারেরবাড়ি, ধওলাগুড়ি, চূড়াভান্ডার, হুসলুডাঙ্গা, ঝাঁঝাঙ্গি সহ ময়নাগুড়ির বেশ কয়েক জায়গায়। এই দিনটিকে সাড়ম্বরে পালন করার জন্য এই দিনটির তাৎপর্য সহ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এক শিক্ষক বলেন, করোনার কারনে স্কুল কলেজ বন্ধ, কিন্তু আমার কিছু ছাত্র-ছাত্রী ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করে এবং আমাকে আমন্ত্রণ জানায়। খুব ভালো লাগলো ।