জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১৪ই সেপ্টেম্বর ২০২০ সোমবার : টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের চারেরবাড়ি স্কুল মাঠ। বৃষ্টির জেরে মাঠ রূপ নিয়েছে প্রায় নদীর মতো। বেতগাড়া চারেরবাড়ি নগেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এই খেলার মাঠ। মাঠ লাগোয়া রয়েছে বাজার।
কিন্তু নিকাশিনালার অভাবে অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে খেলার মাঠ সহ বাজারের কিছু অংশ। এতে সমস্যায় পড়েছেন স্কুল ছাত্র ছাত্রী, ব্যবসায়ী সহ এলাকার স্থানীয় মানুষেরা। করোনা আবহে স্কুল বন্ধ থাকলেও মাঠে শরীর চর্চা করতে আসে স্কুল ছাত্র-ছাত্রীরা; এছাড়াও বিকেল হলে মাঠে ছোট থেকে বড় সকলেই মাঠে এসে খেলাধুলা করেন। কিন্তূ লাগাতার বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছে মাঠের প্রায় অর্ধাংশ, এতে সমস্যায় খেলোয়াড়রা। চারেরবাড়ি মাঠে শরীর চর্চাকারী ও স্থানীয় বাসিন্দা অজয় রায় বলেন, মাঠের জল জমার অন্যতম কারণ নিকাশিনালা নেই। আগে এক সময় নিকাশি নালা ছিলো কিন্তু বর্তমানে সেটা বন্ধ হয়ে যাওয়ায় এই সমস্যা। যে ভাবে মাঠে জল জমেছে এতে আমরা খেলাধুলা করতে পারছি না।
চারেরবাড়ি ব্যবসায়ী সমিতির সদস্য সমীর চক্রবর্তী বলেন, নিকাশিনালার অভাবে মাঠের জল বাজারে পর্যন্ত চলে আসছে। এতে আমার দোকান করতে সমস্যা হচ্ছে। প্রশাসনের কাছে বিষয়টি দেখার জন্য আবেদন জানাচ্ছি ।