কোচবিহার : ২৪শে নভেম্বর ২০২০ : মঙ্গলবার : কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক মিহির গোস্বামীর বাড়িতে এলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। প্রসঙ্গত কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের ব্লক ও অঞ্চল কমিটি ঘোষণা হওয়ার পর গত ৩রা অক্টোবর কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক মিহির গোস্বামী দলের সমস্ত সাংগঠনিক পদ থেকে অব্যাহতি নেন। তারপর থেকে দলের কোনো কর্মসূচিতে দেখা যায়নি বিধায়ক কে। দলীয় অফিস থেকে সরিয়ে দেয়া হয়েছে দলীয় পতাকা ও মুখ্যমন্ত্রীর ছবি। তারপর তৃণমূলের বিধায়ক মিহির গোস্বামীর সাথে দেখা করতে আসেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। যদিও সাক্ষাৎকারের পর দুজনই এই সাক্ষাৎকার কে বলেছেন বিজয়া সম্মেলনীর সৌজন্য সাক্ষাতকার মাত্র। এর সাথে রাজনৈতিক কোনো যোগ নেই। এরপর কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক বেশ কিছুদিন ধরে সোসাল মিডিয়ায় দলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। তার মান ভাঙাতেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মিহির বাবুর বাড়িতে আসা বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
টানা ৪৫ মিনিট বৈঠকের পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান — কিছুদিন আগে বিজয়া সন্মেলনী করতে মিহির দার বাড়িতে এসে ছিলাম। কিন্তু সেই সময় তার দেখা পাইনি। তাই আবার এসেছি। দুজন যখন একসাথে বসে তো সেই সময় রাজনৈতিক আলোচনা তো হবেই।
তবে এ বিষয়ে বিধায়ক মিহির গোস্বামী জানান— রবির সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। সেই সম্পর্কের জন্যই তিনি আমার বাড়িতে এসেছেন। তার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তবে তিনি যে আর তৃণমূল কংগ্রেসে ফিরবেন না তা একপ্রকার নিশ্চিত হয়েছে তার বক্তব্যে।