জলপাইগুড়ি : মালবাজার : ৩০শে নভেম্বর ২০২০ : সোমবার : মালবাজার মহকুমার লিস রিভার চা বাগানের পাতিবাড়ি ডিভিশনে আগুনে পুড়ে গেলো মজুত করে রাখা ধান এবং একটি বাড়ি। জানা গেছে, বাড়ীর উঠানে পুঞ্জীভুত পোয়ালে আগুন লাগার ফলে লিসরিভার চা বাগানের পাতিবাড়ী ডিভিসনে হৃদকম্প দেখা দেয়। সোমবার দুপুরে পাতিবাড়ী ডিভিসনের অলবিন খাঁ-র বাড়ীর উঠানে পোয়ালের পুঞ্জীতে আগুন লাগে। এলাকার বাসিন্দা গৌতম ঠাকুর কাজে বাইরে ছিলেন। ফোনে আগুন লাগার খবর পান। তিনি তাড়াতাড়ি চন্দা কোম্পানীর সেনাবাহিনীর ২৫৩ রেজিমেন্টকে খবর দেন। তিনি কাজ ছেড়ে ঘটনাস্থলে চলে যান। ইতিমধ্যে গ্রামের লোক আগুন নেভাতে হাত লাগায়। ২৫৩ রেজিমেন্টের জলের ট্যাংক ঘটনাস্থলে আসে।
সেই জল দিয়ে আগুন নেভানোর কাজ আরম্ভ হয়। সেনার কিছু লোক ও গ্রামের বাসিন্দা মিলে অনেক চেষ্টার পর আগুন আয়ত্বে আনেন। এদিকে খবর পেয়ে মালবাজার থেকে দমকল চলে আসে। স্থানীয় বাসিন্দা ২৫৩ রেজিমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই জলের ট্যাংক না থাকলে আরও বড় বিপদ হতে পারত। কি কারনে আগুন লাগল সে সন্বন্ধে কিছু জানা যায় নি। দমকলের এক ইঞ্জিন এসে আগুন নেভাতে হাত লাগায়। তবে ততক্ষনে পুরে যায় ধান, পোয়াল এবং একটি বাড়ির কিছু অংশ। কি ভাবে আগুন লাগলো তা এখনো জানা যায় নি।