জলপাইগুড়ি : মালবাজার : ৪ঠা ডিসেম্বর ২০২০ : শুক্রবার : কিংকোবড়া ধরা পরলো মালবাজার মহকুমার বাগ্রাকোট এলাকা থেকে। মালবাজার ওয়াইল্ড লাইফের বন কর্মিরা এদিন অনেক চেষ্টার পর প্রায় ১৫ ফিটের কিংকোবরা কে উদ্ধার করে গরুমারায় নিয়ে যায়। মালবাজার ওয়াইল্ড লাইফের বিট অফিসার রাজকুমার সা বলেন, শুক্রবার আমরা খবর পাই বাগ্রাকোট এলাকায় সেনা ছাউনির পাশে একটি বড় মাপের কিংকোবরা দেখতে পেয়েছে এলাকার মানুষ। আর এতেই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
তড়িঘড়ি বন কর্মিদের নিয়ে ঘটনা স্থলে পৌছে দেখি কিংকোবরা টি লোকজনের ভীড়ে একটি গাছের গুড়ির নিচে আশ্রয় নেয়। এরপর আমরা অনেক কষ্টে কিংকোবরাটিকে উদ্ধার করে খাচা বন্দি করি। বর্তমানে সাপটিকে গরুমারায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই প্রাথমিক চিকিৎসা করে সুস্থ্য থাকলে গরুমারায় ছেড়ে দেওয়া হবে। তিনি আরো বলেন, এই বাগ্রাকোট এলাকা থেকে বিগত দিনে মোট ৪ টি কিংকোবরা উদ্ধার হয়েছে। মনে হচ্ছে এই সাপগুলো পাহাড়ি এলাকা থেকে কোন ভাবে নদীতে ভেসে এখানে এসেছে। কারন বাগ্রাকোট এর পাশ দিয়েই বয়ে গেছে লীস নদী। মনে হচ্ছে এই এলাকায় আরো এই ধরনের কিংকোবরা রয়েছে।