জলপাইগুড়ি : ধুপগুড়ি : ১৯শে ডিসেম্বর ২০২০ : শনিবার : শুক্রবার ভোর রাতে ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বাজারে। এই ভয়াবহ অগ্নি কান্ডে প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঘটনা ঘটার সাথে সাথে দমকল কর্মীদের ফোন করা হলেও প্রায় ৪০ মিনিট পরে তারা আসেন বলে অভিযোগ ব্যবসায়ীদের। দমকলের তিনটি ইঞ্জিন এসে প্রায় কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এই ভয়াবহ অগ্নি কান্ডে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয় ব্যবসায়ীদের।
ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে পরিদর্শনে আসেন রাজ্যের উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, ধূপগুড়ির বিধায়ক মিতালি রায়। পরে আসেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। শনিবার সেই ক্ষতি গ্রস্ত এলাকা পরিদর্শনে আসলেন জলপাইগুড়ি পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। তিনি এলাকা পরিদর্শন করে বলেন, আমরা এলাকা পরিদর্শনে এসেছি। কি ভাবে ঘটনা ঘটেছে এবং কি ভাবে আগুন ছড়িয়েছে সেটাই পরীক্ষা করতে এসেছি।