জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ২৪শে ডিসেম্বর ২০২০ : বৃহস্পতিবার : বুধবার নতুন চিকিৎসক নিয়োগ হয় চূড়া ভান্ডার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এর ফলে ফের জরুরি বিভাগের স্বাস্থ্য পরিষেবা পুনরায় চালু হবে বলে আশাবাদী এলাকাবাসী। নতুন চিকিৎসক নিয়োগে খুশির হাওয়া চূড়াভান্ডারে।
দাবী পূরণ হওয়ায় চিকিৎসকদের সাদরে বরন করে চলল মিষ্টিমুখ করানোর পালা। বাদ পড়লেন না বহির্বিভাগে আসা রোগীরাও। উল্লেখ্য ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগ চলতি বছর পূজার আগে বন্ধ হয়ে যায়। ফলে সমস্যায় পড়েন বহু মানুষ। হাসপাতালের একজন চিকিৎসক অনত্র বদলি হয়ে যাওয়ায় একজন চিকিৎসক নিয়ে জরুরি স্বাস্থ্য পরিষেবা দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে। ফলে জরুরী পরিষেবা পূনরায় চালুর দাবীতে সরব হতে থাকেন এলাকাবাসী। এমনকি বন্ধের কয়েক দিন পরেই স্বাস্থ্য পরিষেবা ফেরাতে পথ অবরোধে নামেন তারা। এরপর প্রশাসনের তরফে প্রতিশ্রুতি দেওয়া হলেও পরিষেবা বন্ধ ছিল। এভাবে কয়েক মাস পেরিয়ে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী চলতি মাসের গত সপ্তাহে ফের জাতীয় সড়ক অবরোধ করেন। পরে দাবীদাওয়া পূরণের আশ্বাস মিললে প্রসাশনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন এলাকাবাসী। এরপরেই নড়চরে বসে প্রশাসন। অবরোধের একসপ্তাহ পরেই কার্যত নতুন চিকিৎসক নিয়োগ করা হয়।
তবে বন্ধ জরুরী পরিষেবা কবে স্বাভাবিক হবে সে বিষয়ে সঠিক তথ্য জানা যায়নি। এব্যাপারে ব্লক স্বাস্থ্য আধিকারিক লাকি দেওয়ানের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন তোলেন নি।