জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১২ই জানুয়ারী ২০২১ : পিকনিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের চক মৌলানি এলাকার হরিসবায়। দুর্ঘটনায় জখম হয়েছেন পিকনিক যাত্রীরা। জানা যায় মঙ্গলবার রানীর হাট থেকে ৩০ জনের একটি যাত্রীবাহী বাস লালিগুরাস এর উদ্দেশ্যে রওনা হয়। একজনের মৃত্যু হয় এই দুর্ঘটনায়। প্রত্যক্ষদর্শীরা জানান ময়নাগুড়ি দিক থেকে আসা বাসটি মাল ব্লকের হরিসেবার কাছে একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এর ফলে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
ঘটনায় বাসের ভেতরে থাকা অধিকাংশ যাত্রীই আহত হন। দুর্ঘটনার পরে স্থানীয়দের তৎপরতায় আহত যাত্রীদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলেগুরুতর জখম বেশ কয়েকজনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং বাকি যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।