জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১২ই জানুয়ারী ২০২১ : মঙ্গলবার : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় এবং যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের আয়োজনে গোটা রাজ্য ব্যাপী পালিত হোলো স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মবার্ষিকী। মঙ্গলবার ময়নাগুড়ি ব্লক বিবেক চেতনা উৎসব কমিটির উদ্যোগে এবং ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ময়নাগুড়িতে পালিত হলো বিবেক চেতনা উৎসব ২০২১। এর পাশাপাশি ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সাথে সাংবাদিকদের একটি প্রীতি ভলিবল খেলারও আয়োজন হয়। প্রথম ধাপের অনুষ্ঠানটি ময়নাগুড়ি ব্লকের দুর্গাবাড়ি মোড় সংলগ্ন এলাকার মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়। এদিন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী, ময়নাগুড়ির বিধায়ক অনন্ত দেব অধিকারী, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া, বিশিষ্ট আইনজীবি শিব শঙ্কর দত্ত, ময়নাগুড়ি ব্লক যুব আধিকারিক প্রিয়াঙ্কা মুখার্জি, পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধক্ষ্য সহ প্রমুখরা।
এরপর ময়নাগুড়ির নন্দন কাননে একটি প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। একদিকে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি এবং অন্যদিকে ময়নাগুড়ি সাংবাদিক বৃন্দ। এই খেলায় জয়ের খেতাব লাভ করেন সাংবাদিকরা। তাদের হাতে ট্রফি তুলে দেন ময়নাগুড়ি যুব আধিকারিক প্রিয়াঙ্কা মুখার্জী। এই খেলার সেরা খেলোয়াড় সম্মান পান ময়নাগুড়ির সাংবাদিক সোমনাথ চক্রবর্তী।