জলপাইগুড়ি : মালবাজার : ১২ই জানুয়ারী ২০২১ : মঙ্গলবার : স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মজয়ন্তী উপলক্ষে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করলো বিজেপি। বিজেপির উত্তর মন্ডলের যুব মোর্চার পক্ষ থেকে এক দিনের নক আউট ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে ওদলাবাড়ি বিধান পল্লী ফুটবল মাঠে।
এই প্রতিযোগিতায় বাগ্রাকোট, গরুবাথান, মালবাজার এবং ওদলাবাড়ির ফুটবল দল অংশগ্রহণ করেছে। যুব মোর্চার সভাপতি শুভজিত দত্ত বলেন, প্রত্যেক ম্যাচে ‘ম্যান অফ দাম্যচ’ পুরস্কার রয়েছে। এছাড়া বিজয়ী এবং রানার্স দল কে দেওয়া হবে বড় ট্রফি। সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে এই খেলা। স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মজয়ন্তী উপলক্ষে মাঠে উপস্থিত ছিলেন বিজেপি কর্মী এবং প্রাক্তন ফুটবল খেলোয়ারেরা। মাঠের পাশে বিবেকানন্দের ফটোতে মোববাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান সকলে।