জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১২ই জানুয়ারী ২০২১ : মঙ্গলবার : ময়নাগুড়িতে শববাহী গাড়ি প্রদান করল এক ব্যক্তি। জানা গেছে, তুহীন ক্রান্তি চৌধুরী তার পিতা কালিদাস চৌধুরীর স্মৃতিতে এই শববাহী গাড়ি প্রদান করেন।
এই শববাহী গাড়ি আনুষ্ঠানিক ভাবে শুভ সূচনা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া, ময়নাগুড়ি থানার আইসি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
এই বিষয়ে তুহীন কান্তি চৌধুরী বলেন, এই শববাহী গাড়ি ফলে ময়নাগুড়ির আশেপাশে এলাকার বাসিন্দারা খুব উপকৃত হবেন। আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে এ শববাহী গাড়ি প্রদান করলাম।