শিলিগুড়ি : ২০ই জানুয়ারী ২০২১ : বুধবার : শিলিগুড়ির কাছে ফুলবাড়ি এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিতে এসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন,
গুলি তো মারছেই, গতকাল গঙ্গারামপুরে গুলি করে নিজেদের লোককেই মেরে ফেলেছে। কেনিং-এ একই দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গে বোম ও গুলির কালচার টি.এম.সি. ই নিয়ে এসেছে। সাধারন মানুষ এর থেকে মুক্তি চাইছেন। মানুষ তাই বিজেপির দিকে আসছে। যারা বিজেপিতে যোগ দিচ্ছেন তারা জানেন তাদের উপর অত্যাচার হবে, তার পরেও তারা আসছেন। এত সুযোগ সুবিধা পাবার পরেও বিধায়ক ও মন্ত্রীরা দল ছেড়ে বিজেপি তে চলে আসছে। তৃণমূল কংগ্রেস কে সমাজ বিরোধী, সন্ত্রাসবাদী দল বলতেও ছাড়েন নি বিজেপির রাজ্য সভাপতি।