জলপাইগুড়ি : মালবাজার : ২০ই জানুয়ারী ২০২১ : বুধবার : ধুপগুড়ির জলঢাকার কাছে মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটায় মৃত ১৪। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আর এক জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে মৃতের নাম পুষ্পা রায় (৩৫)। ১৪ জনের মৃত্যু র মধ্যে, মালবাজার ব্লকের পশ্চিম ডামডিম এলাকায় মৃত্যু হয়েছে তিন জনের। এরা সকলেই বিয়ের গাড়িতে ছিলো। এই তিন জনের মধ্যে মেনোকা রায় (৪৪), সুস্মিতা সরকার(২২) এবং বিরাজ সরকার (২)। পুরো পশ্চিম ডামডিম এলাকায় শোকের ছায়া। গরীব পরিবার টি চোখের সামনে শেষ হয়ে গেলো; জানালো স্থানীয়রা। এই নিয়ে ঐ সড়ক দুর্ঘটনায় মালবাজার ব্লকে ৯ জনের মৃত্যু হল।