শিলিগুড়ি : ২০ই জানুয়ারী ২০২১ : বুধবার : মঙ্গলবার রাতে ধূপগুড়িতে, পথ দুর্ঘটনায় ১৪জন প্রাণ হারিয়েছেন। এখনও তার ভয়াবহতা কাটিয়ে উঠতে পারেননি স্থানীয় মানুষজন। ধূপগুড়ির দুর্ঘটনা নিয়ে আগেই শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবার পরিজনকে সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি। অন্যদিকে ধূপগুড়ির দুর্ঘটনা নিয়ে সরাসরি টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনায় নিহতদের পরিজনদের সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়াও, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিজনদের ২ লক্ষ টাকা করে এবং আহতদের এককালীন ৫০হাজার টাকা করে সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছেন মোদী। প্রধানমন্ত্রীর টুইট নিয়ে, তৃণমূলের দাবি, প্রধানমন্ত্রী ও বিজেপি নেতারা এই দুর্ঘটনা নিয়েও রাজনীতি করে চলেছে। রাজ্য সরকার খতিপূরণ ঘোষণা করার আগেই, প্রধানমন্ত্রী টুইট করে, খতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। যা নিয়েই ফের সঙ্ঘাতে তৃণমূল-বিজেপি।
বুধবার সকালে পর্যটন মন্ত্রী গৌতম দেব ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে আহতদের দেখে আসেন। জলপাইগুড়ি হাসপাতালে ৯ জন ভর্তি। প্রাথমিক চিকিৎসার পর ধূপগুড়ি হাসপাতাল থেকে ৬ জনকে ছেড়ে দেওয়া হয়। ২ জনকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। সকালে তাঁদের মধ্যেই একজনের মৃত্যুও হয়েছে। দলীয় নেতৃত্বকে আহত এবং নিহতদের পরিবারের সঙ্গে থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক ভাবে সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।