24 C
New York
Sunday, July 27, 2025

Buy now

spot_img

দুর্ঘটনার ভয়াবহতা দেখে হতবাক প্রত্যক্ষদর্শীরা।

জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ২০ই জানুয়ারী ২০২১ : বুধবার : সোমবার ধূপগুড়ির ময়নাতলির যুবক বিকাশ রায়ের সঙ্গে ময়নাগুড়ির সাপ্টিবাড়ির বাসিন্দা জয়া রায়ের বিয়ে হয়। মঙ্গলবার ময়নাতলিতে বউ ভাতের আয়োজন করে পাত্রের বাড়ির লোকজন। বিয়ে বাড়িতে তখন চলছে হইচই। অতিথি আপ্যায়নে ব্যস্ত বাড়ির লোকজন। খবর পৌছায় যে, আর কিছুক্ষনের মধ্যে কনের বাড়ির লোকজন বউ ভাত খেতে চলে আসবে। নববধূ এই আনন্দে বিভোর। বিয়ের পর এই প্রথম, বাড়ির লোকজন দেখা করতে আসছে। রাত সাড়ে নয়টা নাগাদ ধূপগুড়ির ময়নাতলি এলাকার ৪৮ নং সার্ক রোডে ফাঁকা রাস্তা থাকায় উল্টোদিকের লেন ধরে যাচ্ছিল ছোট তিনটি গাড়ি। সেই সময় সঠিক লেন ধরেই আসছিল একটি দশ চাকার বোল্ডার বোঝাই ডাম্পার। আচমকা মুখোমুখি সংঘর্ষের ফলে বোল্ডার বোঝাই গাড়িটি ডিভাইডারের উপরে উঠে কাত হয়ে পড়ে গেলে, বোল্ডারের নিচে চাপা পড়ে ছোট গাড়ি দুটি।

প্রচন্ড শব্দ শোনার পরেই আশপাশের লোকজন ছুটে আসে। দুর্ঘটনার ভয়াবহতা দেখে হতবাক হয়ে যান প্রত্যক্ষদর্শীরা। তারাই প্রথম উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে ছুটে আসে ধুপগুড়ি থানার পুলিশ এবং দমকলকর্মী। তাদের এবং স্থানীয়দের প্রচেষ্টায় আহতদের ধুপগুড়ি গ্রামীণ হাসপাতাল এবং পরবর্তীতে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে, দুর্ঘটনার খবর পৌঁছে যায় পাত্রের বাড়িতে। কিছুক্ষণের মধ্যেই বিষাদের সুর নেমে আসে সম্পুর্ণ বিয়ে বাড়ি জুড়ে। ছোটাছুটি লেগে যায় গোটা বাড়ি জুড়ে। সবাই তখন দুর্ঘটনা গ্রস্থ এলাকায় ছুটতে ব্যস্ত। মুহূর্তে দমবন্ধ অবস্থা বিয়ে বাড়ি জুড়ে। আর এমন ঘটনায় নির্বাক হয়ে যায় সম্পূর্ণ এলাকা। স্থানীয় সূত্রে জানা গেছে, দশ চাকার নীচে চাপা পড়ে মৃত্যু হল ১৪ জনের। এর মধ্যে একই পরিবারের ৭ জন রয়েছেন। মৃতদের মধ্যে পুরুষ ও মহিলা ছাড়াও তিনটি শিশুও রয়েছেন বলে জানা গেছে। এর মধ্যেই নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর তরফে নিহতদের পরিবারের জন্য দু লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা ঘোষণা করা হয়। জানা গেছে যে, বুধবার সকালের দিকেই যানচলাচল স্বাভাবিক হয়ে যায়। দুর্ঘটনাস্থল দেখার জন্য ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনিক ব্যক্তিরা।

পাত্র বিকাশ রায় বলেন, বিয়ে বাড়িতে আনন্দ চলছিল ঠিক রাত সাড়ে নয়টার সময় দুর্ঘটনা খবর জানতে পারি। তারপরই বিয়ে বাড়ির লোকজন মিলে দুর্ঘটনায় এলাকায় ছুটে যাই।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,878FansLike
3,912FollowersFollow
14,700SubscribersSubscribe
- Advertisement -spot_img

সাম্প্রতিক খবর

error: Content is protected !!