জলপাইগুড়ি : মালবাজার : ২০ই জানুয়ারী ২০২১ : বুধবার : জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির জলঢাকা সেতুর কাছে মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মালবাজার ব্লকের ওদলাবাড়ি দেবী পাড়ার একই পরিবারের ৬ জন মারা গেছে। গোটা এলাকায় শোকের ছায়া। বাড়িটি বন্ধ, কেউ নেই। স্থানীয় সুত্রে জানা গেছে, এই বাড়ির ৮ জন সদস্য ময়নাগুড়ি আত্মীয়র বাড়ি বিয়েতে গিয়েছিলো। সেখান থেকে মঙ্গলবার রাতে তিনটি ছোট গাড়ি নিয়ে ধুপগুড়ির কনের বৌভাতে যাচ্ছিলো। জলঢাকা সেতুর কাছে একটি পাথর বোঝাই ১০ চাকার ট্রাক প্রথমে একটি গাড়িকে ধাক্কা মারে তারপর নিয়ন্ত্রন হারিয়ে উলটো দিক থেকে আসা এই বিয়ে বাড়ির গাড়ির ওপর পরে যায়। ঘটনা স্থলে চার জনের মৃত্যু হয় বাকি নয় জনের ধুপগুড়ি হাসপাতালে মৃত্যু হয়। বাকি এক জনের জলপাইগুড়িতে মারা যায়। আহত ১০-১২ জন কে জলপাইগুড়িতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। যে ১৪ মারা গেছে, তার মধ্যে মাল ব্লকের ওদলাবাড়ি দেবীপাড়ার একই পরিবারের ৬ জন মারা গেছে। বাকি দুজনের চিকিৎসা চলছে জলপাইগুড়িতে। মৃতদের নাম অনিতা সিং (৩২), মেয়ে প্রিয়াঙ্কা সিং (১৭), মেয়ে রিতিকা সিং (৫), রাজেস মিস্ত্র, জামাই (৩০), রেনু মিস্ত্র (২৬), লক্ষি সিং (৬০)। এলাকায় শোকের ছায়া।