23.5 C
New York
Wednesday, August 6, 2025

Buy now

spot_img

চিতা হানায় গুরুতর আহত ৬; ছয় ঘন্টার চেষ্টায় আটক চিতা।

জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ২৩শে জানুয়ারী ২০২১ : শনিবার : ফের লোকালয়ে চিতার হানা। গুরুতর আহত হয়েছেন ৬জন। জানা গেছে ময়নাগুড়ির সাপ্টি বাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের পাগলারবাড়ি এলাকায় সকাল আনুমানিক সাড়ে ১০ টা নাগাদ একটি চা বাগানে এই চিতা বাঘটিকে দেখতে পান স্থানীয়রা। আর সেই সময় বাঘকে তাড়াতে গিয়ে স্থানীয় ৬ জন বাসিন্দাকে আঘাত করে, বাঘটি চা-বাগানে লুকিয়ে পরে। এদিকে স্থানীয়রা আহতদের দ্রুত চূড়াভান্ডার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন চিকিৎসার জন্য।

জানা যায়, ওই ছয় জন আহত ব্যক্তির নাম হরি চন্দ্র রায়(৩৩), হিতেশ রায় ডাকুয়া(১৯), নোকো রায়, গুণেশ্বর রায় সহ আরো দুই ব্যক্তি। এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা সাপ্টিবাড়ি এলাকায়। ঘটনার সাথে সাথেই খবর দেওয়া হয় রামশাই বন বিভাগ এবং পরিবেশ প্রেমী সংগঠনকে। স্থানীয় বাসিন্দা কৌশিক রায় বলেন, দুদিন আগে থেকেই এলাকার মানুষ অনুমান করতে পেরেছিল। কিন্তু আজ সকালে নোনা রায় চা বাগানে কাজ করার সময় বাঘটিকে দেখতে পান। এরপর সকলেই বাঘ তাড়াতে গিয়ে ৬ জন আহত হয়েছেন।

এদিকে জঙ্গল থেকে প্রায় অনেক দূরে থাকা সাপ্টিবাড়ি এলাকায় কি ভাবে চিতা বাঘ গ্রামে ঢুকলো তা নিয়েই আতঙ্কিত এলাকাবাসী। এদিকে দীর্ঘ সময় ধরে বাঘ ধরতে না পারায় পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। উত্তেজিত জনতাকে সামাল দিতে নামানো হয় বিরাট পুলিশ বাহিনী। স্থানীয় এক বাসিন্দা রতন রায় বলেন, বারবার পুলিশ এবং বন দফতরকে ফোন করলেও তারা প্রথমে ঘটনাটি বিশ্বাস করতে পারছিলো না। এরপর আসার পরেও তারা চুপ চাপ ছিলেন দীর্ঘক্ষণ। আমরা ভীষন আতঙ্কের মধ্যে ছিলাম।

এদিকে বনকর্মী এবং পরিবেশ প্রেমী সংগঠনের যৌথ উদ্যোগে দীর্ঘ ছয় ঘন্টা পর চা বাগান থেকে চিতাটি উদ্ধার করতে সক্ষম হন কর্মীরা। বাঘটিকে ধরতে বিভিন্ন ধরনের ফন্দি আটলেও শেষ পর্যন্ত ঘুম পাড়ানি গুলি ছুড়ে ধরা হয় বাঘটিকে। চিতাটি ধরতে হিমশিম খেতে হয়েছে বন কর্মী সহ পুলিশ প্রশাসনকে। লোকালয়ে চিতা বাঘের খবর জানাজানি হতেই বাঘ দেখতে ব্যাপক ভিড় চোখে পড়ে। ফলে সাধারণ মানুষের সাবধানতা থেকে শুরু করে নিরাপত্তা সমস্ত কিছু মেনেই বাঘটি ধরতে সক্ষম হন বন কর্মীরা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,878FansLike
3,912FollowersFollow
14,700SubscribersSubscribe
- Advertisement -spot_img

সাম্প্রতিক খবর

error: Content is protected !!