জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ২৩শে জানুয়ারী ২০২১ : শনিবার : ময়নাগুড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে ও বার্নিশ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ময়নাগুড়ি রোড এলাকায় একটি ধিক্কার মিছিল বের হয়। ময়নাগুড়ি রোড দলীয় কার্যালয় থেকে এদিন মিছিল বের করে হাট পরিক্রমা করেন দলীয় নেতা কর্মীরা। উল্লেখ্য, গত ১৭জানুয়ারী সাপ্টিবাড়ি এলাকায় দলীয় এক নেতা খুন হন এবং খুনের প্রতিবাদে ২০ শে জানুয়ারী তৃণমূল কংগ্রেস এক ধিক্কার সভা আয়োজন করে সাপটিবাড়ি রহমতউল্লাহ প্রাথমিক বিদ্যালয়ে। অভিযোগ, সে দিন ধিক্কার সভায় যোগদান করার জন্য বার্নিশ অঞ্চলের দলীয় নেতাকর্মীরা বাইক রেলী বের করেন, ঠিক সে সময় ময়নাগুড়ি রোড স্টেশন সংলগ্ন এলাকায় বিজেপি কর্মীরা রাস্তা আটকে তাদের নিগ্রহ করে। তারই প্রতিবাদে এই ধিক্কার মিছিল সংঘটিত হয়।
এ দিনের মিছিলে উপস্থিত ছিলেন, ময়নাগুড়ি ১ ও ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ রায়, শিব শঙ্কর দত্ত। ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া, ময়নাগুড়ি ব্লক ২ যুব সভাপতি মনোজ দেবনাথ, পাপন চাকলাদার প্রমূখ।