জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১৪ই ফেব্রুয়ারী ২০২১ : রবিবার : উত্তরবঙ্গের মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা ১৫৬ তম জন্ম জয়ন্তী উপলক্ষে রাজবংশী ভাষা সংস্কৃতি ও লোকাচার কে ঠাকুর পঞ্চানন বর্মার অনুপ্রেরণা কে পাথেয় করে তার আদর্শে ক্ষত্রিয় সমাজ তথা রাজবংশী সম্প্রদায় মানুষজনকে নিয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ ময়নাগুড়ি প্রখণ্ড ও সৎসঙ্গ প্রমূখ বাবুরাম রায় ও দুলাল চন্দ্র রায় বিশ্ব হিন্দু পরিষদ জেলা সভাপতি। এদিন ময়নাগুড়ি রাজারহাট মোড় দিনবন্ধু ভবনে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে ঠাকুর পঞ্চানন বর্মার ১৫৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার সান্তনু শর্মা ও গ্রীন জলপাইগুড়ির সভাপতি মজিদ আলম। অনুষ্ঠানে দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির এর আয়োজন করা হয়।