জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১৯শে ফেব্রুয়ারী ২০২১ : শুক্রবার : ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ময়নাগুড়ি ২ নং ব্লক লোকাল কমিটির পক্ষ থেকে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। ময়নাগুড়ি নতুন বাজারে এই রক্তদান শিবিরের আয়োজন হয়। প্রথমে শহীদ কমরেড দিলিপ রায়ের মৃত্যু বার্ষিকী পালন করা হয়। শহীদ কমরেডের ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করা হয় দলের পক্ষ থেকে।
শুক্রবার তাঁর ২১ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়। এরপর শুরু হয় দ্বিতীয় পর্বের রক্তদান শিবির। জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের সহযোগিতায় এদিন ময়নাগুড়ি নতুন বাজার বাস টার্মিনার্সে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। স্বেচ্ছায় এদিন রক্তদান করেন দলের কর্মী সহ একাধিক মানুষ। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দীপ্ত দত্ত, বিশ্ব ভট্টাচার্য , চিত্ত রায়, জ্যোতির্ময় মল্লিক সহ অন্যান্যরা। এদিনের এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলে প্রায় ৫৫ জন রক্ত দান করেন। সংগৃহীত রক্ত জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে পাঠানো হবে বলে জানান দলের পক্ষ থেকে।