দক্ষিন দিনাজপুর : বালুরঘাট : ২১শে ফেব্রুয়ারী ২০২১ : রবিবার : আজ ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক ভাষা দিবস। এই উপলক্ষে প্রত্যেকটা জায়গায় ভাষা দিবস অনুষ্ঠান পালিত হচ্ছে। জেলা তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে ভাষাদিবস পালিত হল বালুরঘাটে। শহরে রবীন্দ্রভবনে আন্তর্জাতিক ভাষা দিবস অর্থাৎ মাতৃভাষা দিবস পালন করা হলো। এই অনুষ্ঠান নাচ, গান ও আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হলো রবীন্দ্র ভবন প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলার সাংস্কৃতিক বিভাগের সমস্ত সদস্যরাও। জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী জানান, করোনা সংক্রান্ত সরকারী সমস্ত বিধি নিষেধ পালন করেই আজকের এই আন্তর্জাতিক ভাষা দিবস পালিত হচ্ছে। তিনি আরও জানান, রবীন্দ্রভবনের একটি অংশে নাচ, গান, কবিতার মাধ্যমে দুই দেশের ভাষা শহিদদের স্মরণ করা হয়। অমর একুশের স্লোগান তোলেন অংশগ্রহণকারীদের অনেকেই। ভাষা দিবস বরাবরই বালুরঘাটে পালিত হয়। এবার করোনার জন্য বেশ কিছুটা সচেতনতা বজায় রাখা হয়েছে।