জলপাইগুড়ি : মালবাজার : ২৪শে ফেব্রুয়ারী ২০২১ : বুধবার : নর্থবেঙ্গলকে নর্থ ইস্টের মধ্যেই দেখতে চায় মেঘালয়ের ন্যাশনাল পিপলস পার্টি। এমনি উত্তরবঙ্গের উন্নয়নের জন্য এই ইসুকেই সামনে রেখে উত্তরবঙ্গের বিভিন্ন বিধানসভা এলাকায় প্রার্থী দেওয়ার কথা বুধবার নাগরাকাটা আদিবাসী সাংস্কৃতিক চর্চাকেন্দ্রে একটি সভার পর ঘোষণা করলেন মেঘালয়ের বিদ্যুৎমন্ত্রী জেমস সাংমা। এদিন মন্ত্রীর হাত ধরে বেশ কিছু অখিল ভারতীয় বিদ্যার্থী মোর্চার সদস্য তাদের দলে যোগ দেয় মন্ত্রী জেমস সাহেব দাবী করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচং ভারতের প্রাক্তন স্পীকার পি এ সাংমার ন্যাশানাল পিপলস পার্টি বুধবার মালবাজার মহকুমার নাগ্রাকাটায় আয়োজিত এক সভায় রাজ্যের নির্বাচনে এন পি পি প্রার্থী দেবার কথা ঘোষনা করেন। রাজ্যের বিধানসভা নির্বাচন কিছুদিন বাদে হবে।
তার আগে নাগ্রাকাটায় এন পি পি এই সভা নাগ্রাকাটা আদিবাসী চর্চা কেন্দ্রে এই সভা হয়। পি এ সাংমার ছেলে তথা মেঘালয় রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী জেমস সাংমা উপস্থিত ছিলেন। তিনি দলের মহাসচিব। এই সভায় তরাই ডুয়ার্স আর পাহাড়ের প্রচুর পার্টি সমর্থক উপস্থিত ছিলেন। এই সভায় বিভিন্ন দল থেকে সাংমার এন পি পিতে সামিল হন। এদের হাতে ঝান্ডা তুলে দিয়ে পার্টিতে এদের স্বাগত জানান। নাগ্রাকাটা ব্লকের কেরন চা বাগানের অসুর জাতির একদল লোক এন পি পিতে সামিল হন। জেমস সাংমা বলেন উত্তর পুর্ব ও উত্তর বাংলার সীমানা এক। কিন্তু এইখানে বিকাশ হয় নি। উত্তরবঙ্গ এর উচিত নর্থ ইষ্টে সামিল হওয়া। যদি এখানকার লোক সাংমার পার্টিকে সমর্থন করে, তা হলে এখানকার চা শ্রমিকদের দাবী কেন্দ্রের কাছে পৌছে দেওয়া হবে। তার বাবা পি এ সাংমার এই ইচ্ছা ছিল। এখানকার রাজনৈতিক দল জনগনের জন্য কিছু করে নি। আমি এখানে কোন রাজনৈতিক দলের বিরোধিতা করতে আসি নি। জনতার উন্নয়ন আর বিকাশ করার জন্য এখানে এসেছি। আমরা এখানে আলাদা প্রার্থী দেবার চিন্তা করেছি। তাই এদিন এই সভা করলাম। সাধারন মানুষ আমাদের চাইলে আমরা সাধারন মানুষের জন্য অনেক কাজ করবো।