জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ২৪শে ফেব্রুয়ারী ২০২১ : বুধবার : কেন্দ্রের বিজেপি সরকারের ভ্রান্ত কৃষি বিল ও পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের জনসভা অনুষ্ঠিত হলো বুধবার। ময়নাগুড়ি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং আমগুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় বুধবার এই জনসভা অনুষ্ঠিত হয়। ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি রামমোহন উচ্চ বিদ্যালয়ের মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
এদিনের এই জনসভার মূল বক্তা ছিলেন সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করা এবং বর্তমান তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদিকা সুজাতা খাঁ মন্ডল । আর সুজাতা খাঁ মন্ডলের এই জনসভায় এদিন ব্যাপক ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে কর্মী সমর্থক হাজির হন। এদিন প্রায় কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক হাজির ছিলেন জনসভায়। এদিন মূল বক্তা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সুজাতা খাঁ মন্ডল এর পাশাপাশি মঞ্চে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটর চন্দন ভৌমিক, ময়নাগুড়ি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মনোজ রায়, ২ নং ব্লক সভাপতি শিব শঙ্কর দত্ত, জেলা পরিষদের সদস্য দীপালি রায়, সদস্য গোবিন্দ রায়, আমগুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সুধারঞ্জন রায়, আমগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায়, ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সজল বিশ্বাস, প্রসেনজিৎ রায় সহ প্রমুখ গ্রাম পঞ্চায়েত প্রধান সহ নেতৃত্বরা। এদিন তিনি দোমহনীতে একটি সভা থেকে আমগুড়ির সভায় আসেন। এদিন দিদির দূত নামক গাড়িতে চেপে তিনি সভায় আসেন। দোমহনী থেকে আমগুড়ি পর্যন্ত একটি বাইক র্যালী করে আমগুড়িতে নিয়ে আসেন কর্মী সমর্থকরা। এদিনের এই সভায় রাজ্য তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদিকা বাংলার নতুন স্লোগান “বাংলা নিজের মেয়েকেই চায়” এই স্লোগানের প্রচার করেন। এর সাথে সাথে বিজেপিকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন।